জীবনে আমাদের স্বপ্নগুলো অনেক বড় বড়, এই স্বপ্ন নিয়েই বেঁচে থাকতে হয় মানুষের। সব স্বপ্ন সব স্বপ্ন পুড়ন হবেনা জেনেও আমাদের স্বপ্ন দেখা থেমে থাকেনা। মজার বেপার হলো, স্বপ্ন গুলো বড় হোক আর ছোট – পূরণ হলে আমাদের শান্তি একই। তাই আমিও হিশাব বুঝে গেছি… শান্তি যদি একই হয় তাহলে বড় আর কঠিন স্বপ্ন গুলোর পিছনে এভাবে সময় আর শ্রম না দিয়ে ছোট ছোট স্বপ্ন গুলো পূরণে সময় দিচ্ছি আর এতে মানসিকচাপ কম – আর প্রশান্তি বেশী। তাই নিজের সাধ্যমত পূরণ করা সহজ স্বপ্ন গুলোকে আগে মূল্যায়ন দিন এবং এতে আপনার জীবন যাপন সহজ হবে। আমি বলছিনা বড় স্বপ্ন গুলো ভুলে যেতে, আপনি যখন ছোট ছোট স্বপ্ন গুলো পূরণ করে সামনে এগিয়ে যাবেন তখন বড় স্বপ্ন গুলো পূরণে আপনি মজবুত হবেন। এবং এই সুযোগে কঠিন স্বপ্ন গুলো সহজ ও ধৈর্য সহকারে পূরণে ধারনা পাবেন।
আমাদের জীবনের মূল্য কি? যদি ই জীবন দিয়ে এই পৃথিবীতে অন্য মানুষদের জন্য যদি কিছু করতে না পারি? শুধু নিজের জন্য কোন অর্জন অতটা প্রশান্তির নয়, যতটা প্রশান্তি অন্যের জন্য কিছু করতে পারলে অনুভব হয়। মানুষর জীবন একটাই , এই পৃথিবীতে নিজেকে প্রকাশ করুন উত্তমভাবে জেন অন্যরাও আপানকে দেখে অনুপ্রাণিত হয়। কিন্তু এরকম কোন কাজ করা উচিৎ নয় যাতে করে আপানর কাজ কর্ম লোকদেখানো মনে হয়। এরকম কিছু করে সাময়িক প্রচার এবং প্রসার এর সুযোগ পাবেন ঠিক কিন্তু স্থায়ী মানসিক শান্তি পাবেন না।
আমি আমার মত করে জীবন যাপনের একটি প্রক্রিয়া বললাম, যা আমি পালন করছি এবং চেষ্টা করছি।
আমার কাছে জগতের সকল প্রাণীর মূল্য সমান, এটা প্রাকৃতিক সম্পর্ক কখনো অস্বীকার করতে পাড়বেন না।